একদিন পাখিসব আঁটবে যে ফন্দি,
পোষ মেনে মানুষের হবে নাকো বন্দি।
লাল নীল সাদা কালো হলুদ বা গেরুয়া,
মাছ-ভাত খাবে তারা আর
খাবে সুরুয়া।
দানা-মূল খাবে নাকো মোটে নয় পেয়ারা,
স্বভাব বদলে হবে সবকটা বেয়াড়া।
বার্গার মিল্কশেক আইসক্রিম মকটেল,
দানাদার জিবেগজা আর যত বিটকেল।
এইসব খাওয়াদাওয়া যত হবে অভ্যেস,
মানুষের পাখি পোষা দিনগুলি হবে শেষ।
কতদিন দামি দামি ফাস্টফুড পোষাবে?
ভাত ডাল সয়াবিন ডিম দুধ খাওয়াবে?
পাখি পোষা আসলে যে সৌখিন বদরোগ,
এসব যে পাখিদের কপালের দুর্ভোগ।
এতদিনে বোঝোনি তো, রেখেছ যে গুছিয়ে,
খাঁচায় বন্দি করে দানাপানি গছিয়ে।
দেখেছ যখন তারা চুপ করে দানা খায়?
আকাশের দিকে চেয়ে শিস দিয়ে গান গায়?
উদাস আকাশে ওড়া মুক্ত পাখির দল,
হাতছানি দিয়ে বলে ডানা মেলে উড়ে চল।
আর ধরা পড়বি নে, আর নেই ভয় তোর,
_____
অলঙ্করণঃ পুণ্ডরীক গুপ্ত
Comments jachche na keno
ReplyDeleteবাহ সুন্দর ছড়া ! এমন দিন কবে আসবে
ReplyDelete