আসলি মজা
মধুমিতা ভট্টাচার্য
পুকুর-পাকুর, পুকুর-পাকুর
চলছে রেলের গাড়ি,
দল বেঁধেছি দিচ্ছি হানা
দূরের বন্ধু-বাড়ি।
তেঁতুলপাতায় ন’জন থাকে
বন্ধুর বাড়ি ক’জন?
আসলি মজা সবার সাথে
সবাই যখন স্বজন।
ঝুকুর-ঝাকুর, টুকুর-টাকুর
রেল চলেছে দিনরাত,
দু’পাশে ক্ষেত, ঝোপ-জঙ্গল
করছে না তো দৃকপাত!
সূয্যি যখন রোশনি ছড়ায়
মধুমিতা ভট্টাচার্য
পুকুর-পাকুর, পুকুর-পাকুর
চলছে রেলের গাড়ি,
দল বেঁধেছি দিচ্ছি হানা
দূরের বন্ধু-বাড়ি।
তেঁতুলপাতায় ন’জন থাকে
বন্ধুর বাড়ি ক’জন?
আসলি মজা সবার সাথে
সবাই যখন স্বজন।
ঝুকুর-ঝাকুর, টুকুর-টাকুর
রেল চলেছে দিনরাত,
দু’পাশে ক্ষেত, ঝোপ-জঙ্গল
করছে না তো দৃকপাত!
সূয্যি যখন রোশনি ছড়ায়
দিগন্ত অবধি,
তক্ষুনি রেল ঝম-ঝমা-ঝম
পেরোল এক নদী।
যায় ইঞ্জিন ঘটাং ঘটাং
কু ঝিক ঝিক বলে,
তেপান্তরের মাঠ পাড়ি দেয়
কয়লা ভরা কলে।
আকাশপানে ভসভসিয়ে
মেলছে ধোঁয়ার ডানা,
বন্ধু-বাড়ি রেলগাড়িটার
নিশানা ঠিকানা।
আসলি মজা সবার সাথে
সবাই মানে ক’জন?
আমরা যারা গলাগলি
সই-বাগানের স্বজন।
ইকির-মিকির, ফন্দি-ফিকির
চেকারকাকু ধরবে,
টিকিট দেখে মুচকি হেসে
ঘ্যাঁচ করে সই করবে।
“চললে কোথায়,” বললে সবাই
হেসেই লুটোপুটি,
রেল কামরার জানালা গলে
আলোর ছুটোছুটি।
পাকুর-পুকুর, পাকুর-পুকুর
আমরা সবাই দুলছি,
হিসেব নিকেশ পাওনা দেনা
ভুলছি রে সব ভুলছি!
-----
পেরোল এক নদী।
যায় ইঞ্জিন ঘটাং ঘটাং
কু ঝিক ঝিক বলে,
তেপান্তরের মাঠ পাড়ি দেয়
কয়লা ভরা কলে।
আকাশপানে ভসভসিয়ে
মেলছে ধোঁয়ার ডানা,
বন্ধু-বাড়ি রেলগাড়িটার
নিশানা ঠিকানা।
আসলি মজা সবার সাথে
সবাই মানে ক’জন?
আমরা যারা গলাগলি
সই-বাগানের স্বজন।
ইকির-মিকির, ফন্দি-ফিকির
চেকারকাকু ধরবে,
টিকিট দেখে মুচকি হেসে
ঘ্যাঁচ করে সই করবে।
“চললে কোথায়,” বললে সবাই
হেসেই লুটোপুটি,
রেল কামরার জানালা গলে
আলোর ছুটোছুটি।
পাকুর-পুকুর, পাকুর-পুকুর
আমরা সবাই দুলছি,
হিসেব নিকেশ পাওনা দেনা
ভুলছি রে সব ভুলছি!
-----
কি সুন্দর ! তোমার ছড়া পড়তে সবসময় ভালো লাগে ! ছোটবেলার রেলগাড়ি খেলা এখনকার ছোটোরা আর খেলে না
ReplyDeleteখুব সুন্দর। তবে "সূয্যি যখন রোশনি ছড়ায়
ReplyDelete"দিগন্ত অবধি,
তক্ষুনি রেল ঝম-ঝমা-ঝম
পেরোল এক নদী।"
-একটু যেন তাল কেটে গেল, না?
বাপ্পা ও অরূপবাবুকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteঅবধি শব্দটি অব্ধি না বলে অব-ধি বললে ছন্দহানি হবেনা।
This comment has been removed by the author.
ReplyDelete