পুজোর গন্ধ
শ্যামাচরণ কর্মকার
ছন্দ মনে, কাশের বনে
আলোর বেণু বাজছে,
পটোর হাতে রংতুলিতে
দুগ্গাঠাকুর সাজছে।
হিমেল হাওয়ায় ভাসছে মিঠেল
আগমনীর সুরটি,
প্রাণে মনে দিচ্ছে দোলা
দুলছে কাছ ও দূরটি।
দিক-বিদিকে খুশির ছোঁয়া
ছড়ায় পুজোর গন্ধ,
ইশকুলেতে পড়ল ছুটি
বইপত্তর বন্ধ।
সুর ছড়াল পুজোর বাঁশি
বাজল ঢাকের বাদ্যি,
মন্ডপে পা, ডাকে দুগ্গা
চুপ থাকে কার সাধ্যি!
_____
অলঙ্করণঃ পুণ্ডরীক গুপ্ত
দারুণ ছড়া।
ReplyDelete