বিসর্জন
অনুপম চক্রবর্তী
মাটির পুতুল ডুবল জলে
থামল ঢাক আর নাচ,
জলের তলায় মিশল কাদায়
মায়ের মুখের ছাঁচ।
ভাসল জলে শুধুই দেখি
শুকনো মালাখানি,
রইল ভেসে হুজুগ শেষে
জীর্ণ মনের গ্লানি।
ডুবল না তো দম্ভটুকু
রইল যে মনজোড়া,
মিলনমেলা সাঙ্গ হল
রইল ‘আমরা ওরা’।
আমার মনের অসুরটা যে
ডুববে কবে জলে,
মা তুই যখন আসবি আবার
দিস না আমায় বলে?
রইল যদি জয়ের গ্লানি
উদ্ধত এই মন,
ব্যর্থ তবে সকল পুজো
ব্যর্থ বিসর্জন।
_____
অলঙ্করণঃ সপ্তর্ষি চ্যাটার্জী
No comments:
Post a Comment