ভুল
সুজাতা চ্যাটার্জী
বড়ো বেশি ভুলে যায় ভোলানাথ বদ্যি,
হজমোলা চুষে খায়, হলে পরে সর্দি।
ভুলে যায় ভাত খেতে, পড়ে থাকে থালাতে,
পেছনে করলে তাড়া, ভুলে যায় পালাতে।
ফ্রিজখানা ভরা তার জামা আর কাপড়ে,
আলমারি ভরা আছে নানা তর খাবারে।
সিন্দুকে কী যে আছে কারও সেটা জানা নেই,
টাকাগুলো রাখা থাকে দরজার পাশেতেই।
একদিন রাত্তিরে দুইখানা চোর তাই,
বলে, “চল, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে যাই।”
যেই না নিয়েছে টাকা, ছুটে এসে ভোলানাথ,
খপ করে ধরে ফেলে চোরেদের দুই হাত।
রেগে গিয়ে দুই চোর বলে, “এ তো ঠিক নয়,
বলেছিল সব্বাই এইখানে নেই ভয়।
আপনি তো ভুলে যান সবকিছু করতে,
কেমনে রইল মনে চোরেদের ধরতে?”
ভোলানাথ বলে হেসে, “শোন তবে ঘটনা,
সকলে বলেছে যাহা নয় মিছে রটনা।
ক্ষতি নেই তোমাদের চুপি চুপি বলতে,
আজকাল মাঝে মাঝে ভুলে যাই ভুলতে।”
_____
অলঙ্করণঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment