চর্ম-চক্ষু সংবাদ
সুমি চক্রবর্তী
একদিন ভোররাতে চোখে আর চামড়াতে
বাধাল কী তরজা!
চোখ বলে আমি সেরা, ত্বক বলে, “থাম ট্যারা,
ওইদিকে সর, যাহ!”
সারারাত ছেড়ে হাঁক জোরদার ডেকে নাক
জোড়া নাসারন্ধ্র,
চেঁচামেচি শুঁকে যেন হেঁকে বলে, “পাই কেন
ঝগড়ার গন্ধ?”
আড়ি পেতে শোনে কান দুই দলই যুযুধান,
নেবে কার পক্ষ?
জিভ দেখে বন্দী সে দন্ত বত্তিরিশে,
ফেটে যায় বক্ষ!
শুনে পুরো কাণ্ডটা, রেগে তেড়ে মুণ্ডটা
বলে, “থামো দিকিনি,
এক দেহে বাস করে দুই ভায়ে কেউ লড়ে?
এমন তো দেখিনি!
সুমুখে বিপদ দেখে চোখকে কে দেয় ঢেকে?
কে তাকে বাঁচায় রে?
ত্বক যদি কাটে ছড়ে, কাঁটা বেঁধে, যদি পোড়ে
কে কেঁদে ভাসায় রে?
দেখো এই গুষ্টিতে পাঁচে মিলে মুষ্টিতে
পার যদি থাকতে,
হোক না শমন বড় তোমরাই হবে দড়
খুঁটি ধরে রাখতে।”
_____
অলঙ্করণঃ মানস পাল
No comments:
Post a Comment