ইচ্ছেঘোড়ার সওয়ার হয়ে
ছুটব তেপান্তরে
সাতটি সাগর পেরিয়ে যাব
জাদুর ছুমন্তরে।
সেই যেখানে রূপকথাপুর
ব্যাঙ্গমাদের বাস
আমার সাথে সেই মুলুকে
কেউ কি যেতে চাস?
সেই দেশেতে দুঃখ কোথায়?
শুধুই খুশির রেশ
চাইলে পরে সব পাওয়া যায়
সব পেয়েছির দেশ।
সেই দেশে নাই পড়াশোনা
নাই তো কেরিয়ার
চাইলে যেতে আয় না ছুটে
কীসের দেরি আর?
_____
অলঙ্করণঃ পুণ্ডরীক গুপ্ত
খুব সুন্দর ছড়া।
ReplyDelete