ছড়াঃ আগমনী - দেবজ্যোতি ভট্টাচার্য
রোদছাড়া এ শরতে
শিপ ছেড়ে এসো রথে,
শুখো থাক মাঠঘাট রাস্তা
বালি থেকে ব্যান্ডেলে
তাহলেই প্যান্ডেলে
ভোগ পাবে চাউ চাট পাস্তা।
কী কহিলে মা জননী?
ভালোবাস আজও ননী?
চাউমিন পাস্তায় রবে না?
তাই হোক দেব তাই
রয়ে গেলে দেবতাই,
মানুষ কখনও তুমি হবে না।
_____
অলঙ্করণঃ মানস পাল
No comments:
Post a Comment