রাত পেরিয়ে আকাশ যখন আলোর পরশ পেল,
পুবদিকের ওই সূর্য থেকে খুশির সকাল এল।
পুবদিকের ওই সূর্য থেকে খুশির সকাল এল।
ঘাসের ডগার ঝরল শিশির সোঁদা মাটির ’পরে,
ভোরের আলো পড়ল এসে ছোট্ট কুঁড়েঘরে।
ভোরের আলো পড়ল এসে ছোট্ট কুঁড়েঘরে।
আলোর পাখি উঠল ডেকে খুশির কলতানে,
এক পশলা বৃষ্টি এল পাখির মিষ্টি গানে।
এক পশলা বৃষ্টি এল পাখির মিষ্টি গানে।
ছলাৎ ছলাৎ ঢেউ খেলাল উন্মাদিত নদী,
ইচ্ছে যে হয় স্রোতের সাথে সাঁতরে যেতাম যদি -
ইচ্ছে যে হয় স্রোতের সাথে সাঁতরে যেতাম যদি -
খুশির খেয়া ভিড়ল আমার নদীর বালুচরে,
রোদের ছোঁয়া উঠল হেসে স্বপ্নমাখা ঘরে।
রোদের ছোঁয়া উঠল হেসে স্বপ্নমাখা ঘরে।
_____
Bhalo laglo
ReplyDeletebhalo ...
ReplyDeleteভালো লাগা রইল
ReplyDelete