অঙ্ক আমি ভালোই পারি।
যোগ-বিয়োগ আর গুণ তো ভারি!
এক আর দুই যোগ করলেই
তিনের ঘরে দেব পাড়ি!
বিয়োগটা তো খুবই সহজ
শিখেছি সেই কবেই বটে!
আট থেকে আট বিয়োগ করে
কপালে যে শূন্য জোটে!
গুণ করাটা শক্ত হলেও
করছি দেখো চেষ্টা তবে,
পাঁচ আর দুই গুণ করলেই
দশের বাড়ি যাওয়া যাবে।
যোগ, বিয়োগ আর গুণের পরে
অনেকেই যে প্রশ্ন করে -
“ভাগ কর তুমি কেমন করে?”
ভাগ শেখাটা হয়নি মোটে!
_____
No comments:
Post a Comment