শীতের সকাল
শর্মিষ্ঠা ব্যানার্জী
শীতের চাদর, নরম আদর
বুলিয়ে দিল গায়,
ধানের ক্ষেতে সোনার পরশ
মাখিয়ে দিয়ে যায়।
তাই বাতাসের হিমেল ছোঁয়ায়
শিশির ভেজায় ঘাস,
আবীর-রাঙা আকাশ কেমন
মটরশুঁটির কচি লতার
হাওয়ায় নড়ে মাথা,
ফিসফিসিয়ে চলছে তাদের
আধো আধো কথা।
মেঠো পথের ধূল উড়িয়ে
কাদের আনাগোনা,
শীতের সকাল ডাক দিয়েছে
ঐ যাচ্ছে শোনা।
নতুন গুড়ের গন্ধে ম-ম
গাঁয়ের উঠোনবাড়ি,
এমন দিনেই মন দিতে চায়
তেপান্তরে পাড়ি।
নদীর ধারের আমবাগানের
ছোট্ট চড়ুইভাতি,
কানামাছি, লুকোচুরি
কত্ত মাতামাতি।
সর্ষেক্ষেতের একটু রঙে
হলুদ মেখে গায়,
শীতের সকাল ডাকছে আবার
শৈশবকাল আয়, ফিরে তুই আয়।
_____
No comments:
Post a Comment