ছোট্টবেলার রূপকথারা
বড়ো হওয়ার মাঝে,
দিনের শেষে ঘুমের দেশের
স্বপ্ন হয়েই বাঁচে।
কৌটোবন্দি প্রাণভ্রমরা
পক্ষীরাজের ঘোড়া,
সুয়োরানি দুয়োরানির
গল্প দিয়ে মোড়া।
লম্বা চুলের মিষ্টি মেয়ে
ব্যাঙের বেশে রাজকুমার,
কষ্টে থাকা দুঃখী মেয়ে
পরির ছোঁয়ায় চমত্কার।
ফুলপরিদের ফুলের দেশ
ডাইনিবুড়ির বাড়ি,
চকো-টফির স্বাদে ভরা
মজা রকমারি।
এমন আরও কত্ত আছে
হরেক গল্প-গাথা,
স্মৃতির ডালা খুললে পরেই
শীতের নকশিকাঁথা।
ছোট্টবেলার রূপকথারা
বড়ো হওয়ার মাঝে,
হাজার কাজের ব্যস্ততাতে
এমনিভাবেই বাঁচে।
_____
No comments:
Post a Comment