শান্তিনিকেতন
বিশ্বজিৎ ব্যানার্জি
চলো যাই বহুদূরে ডানা মেলে ওই নীলে,
যেখানে মেঘের সাথে খেলা করে গাঙচিলে।
ভেসে যায় সাদা কালো মেঘগুলো ছাড়া ছাড়া,
তিরের ফলার মতো উড়ে যায় বলাকারা।
আকাশের পুবকোণ মেঘ ছিঁড়ে হল রাঙা,
শিশিরের ছোঁয়া পেয়ে ফুলেদের ঘুম ভাঙা।
হালকা আলোর রেশ নেমে আসে ধীরে ধীরে,
লাল কাঁকড়ের পথ চলে গেছে গ্রাম চিরে।
সবুজের মখমল চোখ যায় যত দূর,
নিকানো উঠোনে রোজ খেলা করে রোদ্দুর।
ছোটোবড়ো বাড়িগুলি ঠিক যেন ছবি আঁকা,
শান্তির নিকেতন রবির পরশ মাখা।
সেখানের আশ্রমে প্রকৃত আরণ্যক,
দুধসাদা চুল-দাড়ি, ছিল ঋষি শিক্ষক।
বিশ্বকে জয় করা তার কথা তার সুর,
তিনিই যে আমাদের প্রাণের রবিঠাকুর।
_____
অলঙ্করণঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment