চন্ডীপুরের ছোট্ট চড়াই কিচিরমিচির দাস,
গদাইখুড়োর বাড়ির চালে ছিল যে তার বাস।
ঘুরত ফিরত ফুড়ুৎ ফুড়ুৎ কাজে নেইকো গা,
সেই যে রাজা সেই যে প্রজা সহজ-সরল গাঁয়ে,
দেখা কিছুই হয়নি কো তার ডাইনে কিম্বা বাঁয়ে।
এমন সময় কাকদ্বীপের ওই কাকেশ্বর কুণ্ডু,
বলল কানে, কোলকাতা যা ঘুরে যাবে মুণ্ডু।
চড়াই সিধা উড়ান দিল রেলের রাস্তা ধরে,
হাওড়া ব্রিজে পৌঁছে যে তার মাথা গেল ঘুরে।
মস্ত উঁচু, কঠিন গড়ন দেখেই পিলে চমকায়,
হাজার মানুষ সুযোগ পেলেই একে ওকে ধমকায়।
লাল, সবুজ আর কমলা বাতির রহস্যটা কী,
বুঝতে গিয়ে কানে তালা, শুনে লক্ষ গাড়ির পিঁ।
এদিক গেলে গাড়ির তাড়া ওদিক গেলে বাড়ি,
কোথায় গেলে বিপদ যে নাই কোন পথটি ছাড়ি।
আকাশ ভেবে উড়তে গেলে ধাক্কা লাগে কাচে,
ঝলমলে খুব আলোর চমক দিনে কিম্বা রাতে।
চড়াই মরে খিদের চোটে পায় না ধান আর তুষ,
অনেক হল বিদেশভ্রমণ, চড়াই উড়ল হুশ।
_____
LOVED this limerick!!!
ReplyDelete