খুকুমণির রুটিন
মানসী পাণ্ডা
ভোর হলে চোখ খুলে খুকুমণি ওঠে,
লেখাপড়া নিয়ে তার দিনরাত কাটে।
সকালেতে অঙ্ক, হাতের লেখা চাই-
বাংলার ক্লাসে বসে শুধু ওঠে হাই।
ভূগোলের জলবায়ু নেই তার সীমা,
ইতিহাসের গল্পে ভোলে দাঁড়ি কমা।
স্কুল শেষে বিজ্ঞান, জড় আর জীব
প্রাণভরে শ্বাস দিল যারা উদ্ভিদ।
জুতো পায় খুকুমণি খুটখুট হাঁটে,
দৌড় দেয় সোজা ওই খেলবার মাঠে।
লুকোচুরি, কানামাছি, কিতকিত খেলা
ছুটোছুটি, হুটোপুটি বন্ধুর মেলা।
সাঁঝবেলা ধ্বনি-রাশি কিলবিল করে,
খুকুমণি কষে ফেলে সারা পাতা জুড়ে।
পড়া শেষে মাথা রাখে মায়েরই কোলে,
গল্পের গুনগুনে ঘুমে পড়ে ঢুলে।
চাঁদে বসে বুড়ি ওই চরকা কাটে,
স্বপ্নেরা নিয়ে যায় রূপকথার হাটে।
_____
Simple and beautiful!
ReplyDeleteThank You
Delete