আমার ছবি অচিন দেশের রূপকথাদের মায়া,
তেপান্তরের পথের বাঁকে সবুজ পাতার ছায়া।
আমার ছবি হরেক খুশির, নিশান অনেক দূর
মেঘ-মিনারের ঢেউ ছুঁয়ে ওই নীলচে সমুদ্দুর।
আমার ছবি চোখ ধাঁধানো ভালোবাসার দীপ,
সাঁঝের তারা চিবুক ছুঁয়ে দেয় পরিয়ে টিপ।
আমার ছবি ফাল্গুনী রঙ কল্পনাতে আঁকা,
সাতটি রঙের এক আকাশে মিলেমিশে থাকা।
আমার ছবি স্বপ্ন-রঙের গল্পমেলার পাখি,
রাজপুত্রের হাতে বাঁধা নতুন রাঙারাখি।
আমার ছবি স্মৃতির পাতায় নিত্য আনাগোনা,
ছুটির দিনে টোরা বাদশার সুখের স্বপ্ন বোনা।
আমার ছবি হিজিবিজি স্বপ্নে নিমেষহারা,
দু’চোখ জুড়ে ভেসে ওঠে ইচ্ছেখুশির ধারা।
সাঁঝের তারা চিবুক ছুঁয়ে দেয় পরিয়ে টিপ।
আমার ছবি ফাল্গুনী রঙ কল্পনাতে আঁকা,
সাতটি রঙের এক আকাশে মিলেমিশে থাকা।
আমার ছবি স্বপ্ন-রঙের গল্পমেলার পাখি,
রাজপুত্রের হাতে বাঁধা নতুন রাঙারাখি।
আমার ছবি স্মৃতির পাতায় নিত্য আনাগোনা,
ছুটির দিনে টোরা বাদশার সুখের স্বপ্ন বোনা।
আমার ছবি হিজিবিজি স্বপ্নে নিমেষহারা,
দু’চোখ জুড়ে ভেসে ওঠে ইচ্ছেখুশির ধারা।
_____
darun laglo nurjaman
ReplyDeleteValo laglo bhai...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDarun hoeache nur da 😉😊
ReplyDeleteDarun hoeache nur da 😉😊
ReplyDeleteKhub sundor...nur da! Ami bong Biker SAP.
ReplyDelete