গ্রীষ্মের গান
তপশ্রী চক্রবর্ত্তী ভৌমিক
গ্রীষ্ম এলেই, বর্ষ আসে
পরীক্ষা হয় শেষ,
খাওয়া-দাওয়া ছুটির মজা-
মনে খুশির রেশ।
গ্রীষ্ম এলেই ফলের বাহার-
আম-লিচু-তরমুজ,
নদী-তীরের শীতল বাতাস
গ্রামের মাঠ সবুজ।
গ্রীষ্ম এলেই পাহাড় ডাকে
ঝর্ণা বলে আয়,
কু-ঝিক-ঝিক রেলের গাড়ি
মন-পাখি গান গায়।
তাইতো এবার যাচ্ছি শিলং
বন-পাহাড়ির ডাকে,
আসব ফিরে মন-মাতিয়ে-
বৃষ্টি-ফোঁটা মেখে।
_____
অলঙ্করণঃ তপশ্রী চক্রবর্ত্তী ভৌমিক
No comments:
Post a Comment