দুটো ভুতুম
সবর্না চ্যাটার্জ্জী
বয়স আর কী তেমন
ঝুলছে দ্যাখো ভুতুম দুটো
বাদুর ঝোলে যেমন।
ছোট্ট দুটো ছানা
গাইছে তানা না না
সুর মিলিয়ে তাল মিশিয়ে
ধরেছে গানবাজনা।
চুপটি করে থাকো
ভুলেও হেসো নাকো
শুনলে পরে পটাস করে মটকে দেবে ঘাড়,
একটা চিবোয় নরম মাস আর একটা চোষে হাড়।
_____
No comments:
Post a Comment