একুশ ধারা
পার্থ সিনহা
আমার নামে নিন্দে কোথাও করিস নাকো কেউ,
স্পাই আছে সব ছড়িয়ে আমার, বলতে পারিস ফেউ।
এইতো সেদিন গোবরা-গণেশ দাঁড়িয়ে পাড়ার মোড়ে,
আমার নামে গাইছিল খুব কুচ্ছো জোরে জোরে!
খবর পেতেই স্পাইরা গিয়ে সাক্ষীসাবুদ
টুকে-
দুইজনারই নামে দিল একুশধারা ঠুকে!
কেস-কাবারির খবরটবর জানত হারাণ সবই,
লোকের কাছে বলত তবুও লোকটা
ঢপের কবি।
খবর পেয়ে স্পাইরা যেতেই হারাণ নিরুদ্দেশ,
প্রয়োগ আছে একুশধারা, মানহানিরই কেস।
আমারই ভাই লোকের কাছে করত আমার নিন্দে,
তাও ধরেছে হাতেনাতে সেই
অনুচরবৃন্দে।
ভাই বলে কি রেহাই দেব? হোক না সাথে আড়ি,
আবারও সেই মানহানি কেস, একুশধারা জারি।
বলিস কথা মেপেজুখে, ডাকিস আমায় ‘হুজুর’,
আবার যেন করতে না হয় একুশধারা রুজু!
_____
অলঙ্করণঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment