সুন্দর আর ভালো
লেখিকাঃ চুমকি চট্টোপাধ্যায়
আলোচকঃ সুদীপা সাহা
প্রকাশকঃ পত্রভারতী
বাঁধাইঃ হার্ড বাউন্ড
পৃষ্ঠাসংখ্যাঃ ১৯৯
দামঃ ২০০ (ভারতীয় মুদ্রা)
প্রচ্ছদঃ সুযোগ বন্দ্যোপাধ্যায়
অলঙ্করণঃ জুরান নাথ
শৈশব-কৈশোর বড়োই আনন্দের সময়। আমরা যত বড়ো হতে থাকি, ছোট্টবেলাটা তত প্রিয় হয়ে ওঠে। সেই সময়ের কতরকম ভালোমন্দ
মিশ্রিত ঘটনার রেশ থেকে যায় আমাদের স্মৃতিপটে চিরকালের মতো। কখনও যদি ছাপার অক্ষরে
তা আমাদের চোখের সামনে ধরা দেয়, তাহলে আমরা আবার টাইম মেশিনে চড়ে আমাদের ছোট্টবেলায় ফিরে যাই। এখানে সেই টাইম মেশিনের
নাম ‘সুন্দর আর ভালো’। লেখিকা চুমকি চট্টোপাধ্যায়
ছোটোদের জন্য মোট বত্রিশটি গল্প দিয়ে সাজিয়েছেন তাঁর প্রথম বই।
ভাগের আকাশ গল্পে শাম্ব কেমন সহজেই বুঝে যায় আনন্দ সবসময় অর্থের
বিনিময়ে পাওয়া যায় না।
খুদে জ্যাঠার ছোট হাতি গল্পে জাম্বোর
বুদ্ধির তারিফ করতেই হয়।
সাদা সবুজের রাত পড়ে বুক কেঁপে উঠেছে।
এক যে ছিল মেয়ে গল্পে মেয়েটি
কে, বুঝতে একটুও অসুবিধা হয় না।
কী বিপদ গল্পে দশ বছরের মেয়ে বুচকুলির সরল মনের প্রশ্নের
উত্তর দেওয়া অত সহজ নয়।
রত্নেশ্বর-এ আট বছরের ছেলে রতন কেবল বুদ্ধি দিয়ে তার মৃত্যুপথযাত্রী মায়ের জীবন ফিরিয়ে
আনে।
শুদ্ধ ভক্তের ঘড়ি, অ্যাই, ভগবানের বেটাবেটি, টিরাসু, এক দুপুরে অলৌকিক গল্পগুলোর বিষয়বস্তু আকর্ষণীয়।
গাছের বাচ্চা মাছের বাচ্চা, পরশুরামের রিকশা, সুন্দর আর ভালো গল্পগুলোতে অপরিণত বয়সের পরিণত যুক্তির কাছে নত হতে হয়।
মন খারাপের ওষুধ, অন্নদা, খুশিয়ালি, অভিনব সুবর্ণজয়ন্তী পড়ে মন ভালো হয়ে যায়।
লেগে থাকার ফল গল্পে অধ্যবসায়ের জয়ের কথা পরিস্ফুট।
সাম্প্রতিক কালের শিশুকিশোরদের জন্য শিক্ষণীয় বার্তাবাহক গল্প
না পড়লে যা হয়। শুধুমাত্র স্কুলের সিলেবাসের
পড়া নয়, সময় করে তার বাইরের বইও পড়া উচিত।
চোখে জল আনে বইয়ের শেষ গল্প দৌড়।
বইয়ের প্রত্যেকটি গল্প শুধু সুন্দরই নয়, ভালোও। শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়
অঙ্কিত প্রচ্ছদটি একেবারেই শিশুমন উপযোগী। আর প্রতিটি গল্প অধিক জীবন্ত
হয়ে উঠেছে শিল্পী জুরান নাথের অসামান্য অলঙ্করণে। পত্রভারতী প্রকাশিত বইয়ের
পাতার মান অত্যন্ত ভালো। লেখিকার কলমের গতিময়তায় শিশুমন বিকশিত হোক। আগামীতে অনেক বই প্রকাশের
আশা রাখি। আন্তরিক শুভেচ্ছা রইল।
_____
ছবিঃ পত্রভারতী ফেসবুক পেজ
No comments:
Post a Comment