সোঁদা মাটির গন্ধ ঢেলে
তরুণকুমার সরখেল
হঠাৎ যদি বৃষ্টি এসে কাঁকর মাটি নির্নিমেষে –
দেয় ভিজিয়ে নিজের হাতে।
সোঁদা মাটির গন্ধ ঢেলে জমজমাটি বাতাস খেলে
মেঘলা মেয়ে খেলায় মাতে।
এই কাঁকুরে মাটির দেশে একটুখানি ভালোবেসে
এসেই পড়ো একটিবার।
মনে হবে এই বাতাসে হাসনুহানার গন্ধ ভাসে
মন ভালো হয় চমৎকার।
এই মাটি হয় জমজমাটি সোনার চেয়েও হয় সে খাঁটি
ঘুঙুর পরা জ্যোৎস্না রাতে,
খুশিরা যায় মেঘের নায়ে গন্ধ বাতাস ডাইনে বাঁয়ে
বিভাসিত এই প্রভাতে!
সোঁদা মাটির গন্ধ ঢেলে জমজমাটি বাতাস খেলে
মেঘলা মেয়ে খেলায় মাতে।
_____
অঙ্কনশিল্পীঃ সুজাতা চ্যাটার্জী
সুন্দর লাগল
ReplyDeleteভাল ছড়া।
ReplyDeleteমাননীয় অরূপ ব্যানার্জী ও মাননীয় মাধব মন্ডল মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। তরুণকুমার সরখেল
ReplyDeleteদারুন
ReplyDelete