এসেছে শরৎ
মানবেন্দ্র ব্যানার্জী
শাপলা শালুক তুলল মাথা
পদ্মদীঘির মাঝে,
জলের উপর অ আ লেখে
তরুণ পোনা মাছে।
ধানের ক্ষেতে বুলিয়ে হাত
আলতো বাতাস ঘুরে,
ঢেউ খেলানো মাঠের উপর
সবুজ চাদর উড়ে।
সাদা সাদা মেঘের শিশু
সোনালি রোদ মেখে,
আকাশ থেকে উঁকি দিয়ে
ঠাকুর গড়া দেখে।
স্বচ্ছতোয়া ছুটছে নদী
ঢেউয়ের পিছে পিছে,
বইতে থাকে কুলু কুলু
কানার নিচে নিচে।
গোমড়ামুখো মেঘেরা সব
ফিরে গেছে দেশে,
শুভ্রবেশে শরৎ এল
ঘুরছে হেসে হেসে।
গাঁয়ের পথে বোষ্টুমি এক
বাজিয়ে খঞ্জনি,
মধুর সুরে গাইতে থাকে
পুজোর আগমনী।
_____
অঙ্কনশিল্পীঃ শুভ্রা ভট্টাচার্য
ভাল ছড়া।আহা, অ আ লেখার ছবি মনে গেঁথে গেল।
ReplyDelete