মেঘের কোলে
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া
মেঘের ঘোড়া মেঘের হাতি
মেঘের ভিতর ভূতের নাতি
ছুটছে ভীষণ কষে,
মেঘমুলুকে তিনটে শেয়াল
ওই যে গড়ে তুলছে দেয়াল
মেঘমুলুকে তিনটে শেয়াল
ওই যে গড়ে তুলছে দেয়াল
মেঘের উপর বসে।
মেঘের হাটে মেঘের মাঠে
চাঁদের বুড়ি চরকা কাটে
মেঘের হাটে মেঘের মাঠে
চাঁদের বুড়ি চরকা কাটে
গান ধরেছে সুরে,
নৌকা চালায় মেঘের মাঝি
নাম জানি না কোন সে গাজী
নৌকা চালায় মেঘের মাঝি
নাম জানি না কোন সে গাজী
যাচ্ছে কোথায় দূরে।
হাওয়ার তালে সাকিন ভুলে
দুষ্টু ছেলে মেঘের কোলে
হাওয়ার তালে সাকিন ভুলে
দুষ্টু ছেলে মেঘের কোলে
ভাবছে কাদের কথা,
মুখটি মায়ের পড়ছে মনে
লুকিয়ে কোথায় মেঘের কোণে
মুখটি মায়ের পড়ছে মনে
লুকিয়ে কোথায় মেঘের কোণে
জাগছে রে তাই ব্যথা।
_____
_____
অঙ্কনশিল্পীঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment