বৃষ্টি মাথায় বাড়ি এলেন বঙ্কুরামের দাদা,
সপসপে তাঁর জামাকাপড়, জুতোজোড়ায় কাদা।
চোখ রাঙিয়ে, নাক বেঁকিয়ে হুঙ্কার দেন দাদা
গরম গরম চা কি হবে! মিশিয়ে খানিক আদা?
আলুর চপ আর পেঁয়াজি বেশ জমিয়ে ভাজো দেখি,
বেগুনিতে বিটনুন নেই! কী কাণ্ড, একি!
পঁচিশ দফা মুড়ি মাখা, খান শয়েক ভাজা
খাওয়ার শেষে দাদা নাচেন, “আজকে আমি রাজা।”
এসব গল্প নয় তো মিছে, বলছি সত্যি করে
বঙ্কু আমায় রোজই বলে বৃষ্টি যখন পড়ে।
নামটাই তার হয়নি বলা, শঙ্কুচরণ দত্ত
চুপিচুপি আমরা বলি, পেটে বড়ো ‘গত্ত’।
দেখা যদি হয় কখনও, চুপটি করেই থেকো
এসব কথা জানলে দাদা, নিস্তার নেই দেখো।
_____
অঙ্কনশিল্পীঃ শুভ্রদীপ চৌধুরী
মজার ছড়া।
ReplyDeleteDhonnobad
Delete