শীতের খবর
অমরেশ বিশ্বাস
সেদিন যখন বন্ধ ঘরের জানালা দিলাম খুলে,
বলল হাওয়া শীত এসেছে তুই গিয়েছিস ভুলে।
দেখ তাকিয়ে খেজুরগাছে ঝুলছে রসের হাঁড়ি,
মা-মাসিরা পিঠে-পায়েস বানাবে সব বাড়ি।
গরম পোষাক বাক্স থেকে বেরোবে এইবার,
টুপি মাফলার দস্তানা আর চাদর সোয়েটার।
বেজায় খুশি লেপ কম্বল শীত পড়েছে ভেবে,
আদর করে এবার সবাই ওদের গায়ে দেবে।
জয়নগরের মোয়ায় এবার বাজার যাবে ছেয়ে,
সবার মুখে ফুটবে হাসি মধুর সে স্বাদ পেয়ে।
দার্জিলিংয়ের কমলালেবু যাবে এখন পাওয়া,
সবাই মিলে এবার হবে বনভোজনে যাওয়া।
গরম এখন নাই ক’টা দিন, করব মজা তাই
পরীক্ষা শেষ হতেই চলো ঘুরতে কোথাও যাই।
_____
No comments:
Post a Comment