চুমকিমাসি রাঁধলে ইলিশ
গন্ধ পাড়ায় ভাসে,
সেই খুশিতে মেসোর মাথায়
হাজার ছড়া আসে।
ইলিশ দিয়ে মাসি যেদিন
করে হরেক রান্না,
মেসো নাকি বাড়ি ছেড়ে
আর কোথাও যান না।
রাঁধার আগে গোটা চারেক
দিলে ইলিশ ভাজা,
মেসোর তখন মেজাজখানা
ফুরফুরে ও তাজা।
চট্টো মেসোর অট্টহাসি
দেখতে তখন পাবে,
মাসির হাতের রান্না খেতে
তোমরা কি কেউ যাবে?
_____
খুব সুন্দর ছড়া ।।
ReplyDeleteখুব সুন্দর ছড়া
ReplyDeleteবাঃ চমৎকার লোভনীয় ছড়া
ReplyDelete