
ক্যাকটাস দিয়ে ভূত শিকার

শাশ্বত রায়
দুর্গাপুর আর.ই. মডেল স্কুল
পড়ার ফাঁকে অবসরে কমিকস তৈরি করে শাশ্বত। মূল চরিত্র 'রাজুদা'। প্রত্যেক গল্পে আলাদা রস ফুটিয়ে তোলার চেষ্টা করে। ছোটবেলা থেকেই কমিকসের প্রতি তার বিশেষ ঝোঁক। সবচেয়ে ভালো লাগে নারায়ণ দেবনাথ রচিত 'হাঁদা ভোঁদা' ও 'বাটুল দি গ্রেট'। এছাড়া 'অরণ্যদেব', 'চাচা চৌধুরী', 'গোয়েন্দা কৌশিক' কমিকসগুলোও দারুণ প্রিয়। এই কমিকস তৈরির কাজে শাশ্বতর স্কুলের বন্ধুরাও বিশেষ সাহায্য করে থাকে।
বেশ মজা পেলাম। আরো ভালো করে কাজ করো। তোমার মধ্যে ভবিষ্যতের একজন ভালো কমিকস আর্টিস্টের সম্ভাবনা দেখলাম। Keep it up.
ReplyDeleteসুন্দর
ReplyDelete