বর বেশে বাঘ ঘোড়ায় চড়ে
করবে এবার বিয়ে,
সাথে যাবে বাঘের মাসি
দুইটা ঈগল টিয়ে।
পরল বাঘে শেরওয়ানি আর
পাজামা টাই সাথে,
খেতে দিল তার শাশুড়ি
আস্ত হরিণ পাতে।
হরিণ খেতে গিয়েই বাঘের
বিঁধেছে হাড় গলে,
একাই খেত হরিণ ছাগল
এমনটা না হলে।
কত কিছুই দেয় শাশুড়ি
কিন্তু কিছু খায় না,
সবাই ভাবে এ কেমন বাঘ
হরিণ পেয়ে চায় না!
দিন গড়িয়ে রাত্রি নামে
হয় না বাঘের বিয়ে,
বউ ছাড়া বাঘ ঘরে ফিরে
টোপর মাথায় দিয়ে।
_____
No comments:
Post a Comment