পটকাপুরের মোটকা রাজার চাপল মাথায় জেদ,
নিয়ম মেনে ডায়েট করে ঝরিয়ে নেবেন মেদ।
বলেন রাজা, এবার থেকে উঠব অনেক ভোরে
ঘণ্টা খানেক ট্রেডমিলেতে ছুটব দারুণ জোরে।
জলখাবারের ফুলকো লুচি, রাজভোগ, সন্দেশ
এসব জিনিস দূর করে দে, আয় নিয়ে কর্নফ্লেকস।
ভাত খাব না আর দুপুরে চাই না পাঁঠার ঝোল,
মুরগির স্যুপ, ওটমিল আর পাতলা দইয়ের ঘোল।
রাতের বেলায় শুধুই স্যালাড এবং সেদ্ধ ডাল,
এমন করে চললে পরেই বদলে যাবে হাল।
ঘোড়ায় চড়ে চলব আমি শরীরে সিক্স প্যাক!
প্রজারা সব বলবে ডেকে, মহারাজকে দেখ!
দু’দিন বাদে মধ্যরাতে শব্দ যে ঝনঝন,
রানি চেঁচান, চোর ঢুকেছে, এই প্রহরী! শোন
লাঠি হাতে দাসদাসীরা ঢুকে রসুইঘরে,
কাণ্ড দেখে চমকে বুঝি বিষম খেয়ে মরে!
দু’হাত ভরে মিষ্টি নিয়ে গোগ্রাসে খান রাজা,
বলেন, আমি পারব না আর পেটকে দিতে সাজা।
শেষে আমায় নিজের ঘরেই করতে হল চুরি!
চাই না আমি স্লিম হতে আর থাকুক নাহয় ভুঁড়ি।
ডায়েট করে তিনটে দিনেই হয়েছি আধমরা,
এবার থেকে আগের মতোই খাবার রাঁধিস তোরা।
_____
অঙ্কনশিল্পীঃ সুকান্ত মণ্ডল
Khub valo
ReplyDeleteঅনেক ধন্যবাদ😊🙏
Deleteহাহাহ, দারুণ ।
ReplyDelete