পাখির নীড়ে শান্তি কতই
কতই না সুখ আছে,
জগত মাঝের শ্রেষ্ঠ রতন
আছে ওদের কাছে।
ওরাই জানে বাসতে ভালো
ভুবন ভরায় গানে,
বিপদকালে পাশেই থাকে
প্রবল নাড়ির টানে।
খুশির কালে নৃত্য করে
গানের তালে তালে,
একসাথে সব দুঃখ করে
চরম বিপদকালে।
ওরাই জানে ভাসতে হাওয়ায়
সুখের ভেলায় চড়ে,
দিনের শেষে ক্লান্তি মেখে
ফেরে আপন ঘরে।
ওদের ঘরে কিচ্ছুটি নেই
তবুও আছে সবই,
হৃদয় দিয়ে দেখলে পাবে
অমূল্য সেই ছবি।
ওরা থাকুক ওদের মতো
কাটুক জীবন ঘুরে,
বেঁধো না যেন শেকল দিয়ে
খাঁচার ভিতর পুরে।
_____
অঙ্কনশিল্পীঃ সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment