ছড়াঃ ভৌতিকঃ টুম্পা মিত্র সরকার
নিশ্চুপ ঝিমঝিম
ঘুম ঘুম জোছনায়
পথঘাট থমথমে
জেগে আছি বিছানায়৷
পোড়া পোড়া গন্ধটা
আসে যেন ঘরটায়
ভ্যাবাচ্যাকা খেয়ে দেখি
আলোর সে রোশনাই৷
টিপটিপ করে বুক
প্রাণপাখি রাখা দায়
মাথা ঢেকে দাঁড়িয়ে কে
পাশে খোলা জানালায়!
ফটফটে আলো মাখে
পাঁচটার ঘড়িটায়
কোথা গেল ভূত-টুত
আলো ভিড়-ভাট্টায়!
___
No comments:
Post a Comment