একটি ছেলে টো টো করে ঘুরছে মাঠে
লাফিয়ে বেড়ায় গঙ্গাফড়িং যে তল্লাটে
আদুড় গায়ে লাগিয়ে বাতাস ছুটছে দূরে
সেই ছেলেটির বাড়ি আমার কুসুমপুরে।
আজ সে ছেলে চাকরি করে পড়ার শেষেー
আমেরিকার কোন শহরে দূর-বিদেশে।
একটি মেয়ে এক্কা-দোক্কা খেলছে একা
গাছের ছায়ায়, সঙ্গী-সাথী নেইকো দেখা
আপন মনে গাইছে কখন খুশির সুরে
সেই মেয়েটির বাড়ি আমার কুসুমপুরে।
আজ সে মেয়ে নেই এখানে, বিয়ের পরেー
চলে গেছে দূরে তারই শ্বশুর ঘরে।
সেই ছেলেটির সেই মেয়েটির জাগে ব্যথা
পড়লে মনে ছোটোবেলার গাঁয়ের কথা
নদীর ধারে ঝাউয়ের সারি, কাশের বনে
স্বপ্ন কত বেড়ায় ঘুরে আপন মনে।
নাম-না-জানা ডাকছে পাখি কুরুর-কুর
ঝিলিক মারে হাজার স্মৃতির কুসুমপুর।
___
অঙ্কনশিল্পীঃ শতদল শৌণ্ডিক
No comments:
Post a Comment