আকাশ জুড়ে মেঘ করেছে
বহুদিনের পরে,
এমন দিনে মা গো আমার
বুক যে ধড়ফড় করে।
বাদলা রাতে ঘুম আসে না
একলা জেগে থাকি,
হঠাৎ কোথায় চলে গেলে
দিয়ে আমায় ফাঁকি।
বৃষ্টি ভিজে এখন আমার
শরীর খারাপ হলে,
আদর করে কে নেবে মা
আমায় কোলে তুলে?
স্বপ্ন দেখে মেঘের ডাকে
উঠি যদি কেঁদে,
স্নেহ মায়ায় আগলে বুকে
রাখবে কে আর বেঁধে?
আমার ভীষণ একলা লাগে
মেঘ যে গুড়গুড় করে,
সবাই আছে কাছাকাছি
তুমি কত দূরে।
দোহাই মা গো আমায় তুমি
একটু আদর করো,
আজ বিকেলে আমার ওপর
বৃষ্টি হয়ে ঝরো।
___
No comments:
Post a Comment