ছড়াঃ হাঁকডাকঃ মৃত্যুঞ্জয় হালদার
সাহেবের ঘুম খুব
আর খাই খাই,
ছাড়া পেলে ছুট ছুট
ঘর ছেড়ে যাই।
পরিচিতে দেখা হলে
লেজ নাড়া তার,
চোখে মুখে কথা বলে
জুড়ি মেলা ভার।
নাম তার কত কী যে
গুনে পাওয়া দায়,
লুক লুক ডাকি নিজে
জিমি ছুটে যায়।
খেলা আর লাফঝাঁপ
খিদে পেলে হাঁক,
কুঁই কুঁই কায়া কাঁপ
জোর জোর ডাক।
___
No comments:
Post a Comment