আমার আছে অনেক প্রাণী
বিশ্বাস করো খেলনা না,
এই যে দেখো হাতির ছানা
মোটেই এটা ফেলনা না।
এই যে দেখো ঘোড়ার লাগাম
টান দিলেই যায় দৌড়িয়ে,
ভোঁদড় সাজলে বরের মতো
অমনি সাজে বউ টিয়ে।
ডাইনোসরের বাচ্চা দেখো
কেমন করে আসে সে,
ঘুম এলে তার চোখ জমিনে
শোবে আমার পাশে সে।
মেঘ দেখেছ, দেখোনি কি
বৃষ্টিভেজা কাকটাকে,
গরিলাটা বুক থাপড়ে ঐ
দেখো কেমন হাঁক হাঁকে।
কুমড়ো ফুলের খাতায় দেখো
ছবি আঁকে পোকারা,
বিশ্বাস যদি না হয় তবে
দেখো এসে বোকারা।
___
No comments:
Post a Comment