শিউলি-টগর, জুঁই-চামেলি
হাসনুহানা-বেল,
কদম-চাঁপা, পদ্ম-গোলাপ
সবকটি ভাই ফেল।
পলাশ-শিমুল আর নিমফুল
রকমারি গাঁদা,
কৃষ্ণচূড়া-সূর্যমুখী
সবক’টি ফুল হাঁদা।
টকটকে লাল জবার সাথে
নীল দোপাটির হাসি,
এমন একটি ফুল দেখেছ
যার কাছে সব বাসি?
শরৎকালের নীল আকাশে
ইতস্তত ভাসে,
ভাসতে ভাসতে, হাসতে হাসতে
এর ওর কাছে আসে।
পেঁঁজা তুলোর পাপড়ি সাদা
বাতাসি বিলকুল,
সেই ফুলটার নাম কী জানো?
মেঘ ফুল, মেঘ ফুল।
___
সুন্দর ছন্দের মিষ্টি ছড়া।
ReplyDeleteসুন্দর ছন্দের মিষ্টি ছড়া।
ReplyDelete