পাখিদের সভা
মোহন মিত্র
রটল খবর বন-বাদাড়ে
শহর নাকি শান্ত,
গাছগাছালি কাটবে না আর
মানুষ হল ক্ষান্ত।
দলে দলে জুটল পাখি
বসল একটি গাছে,
জরুরি এক বিষয় নিয়ে
আজকে সভা আছে।
দেখছি না তো যান চলাচল
শুনছি না যে শব্দ,
মানুষগুলো ঘরে বন্দী
হল নাকি জব্দ!
প্রকৃতি প্রাণ, প্রকৃতি মান
ভুলছে অভিমানে,
বুঝছে মানুষ ভুল করেছে
পাখির কলতানে।
___
অঙ্কনশিল্পীঃ শতদল শৌণ্ডিক
No comments:
Post a Comment