ছড়াঃ লিখতে বসেঃ মৃত্যুঞ্জয় হালদার
কী লিখব ভাবছি বসে
কাগজ কলম খুলে,
মজার ছড়া লিখতে গিয়ে
রঙটা দিলাম গুলে।
ছড়া সেটা ছড়া নয়তো
হাজার আঁকিবুঁকি,
উদার মাঠে হাসছে দেখি
অনেক সূর্যমুখী।
উড়ছে পাখি ডানা মেলে
চরছে ধবল গাই,
দখিন হওয়ায় খালের জলে
দেখছি মাছের ঘাই।
স্মৃতি মেদুর পাতা থেকে
এমনি কত ছবি,
আনন্দেতে আঁকছি বসে
নতুন দিনের রবি।
___
No comments:
Post a Comment