শালুক ফোটা বিল এঁকেছি
পাশে কাশের বন,
বাগানভরা গোলাপ দেখে
নাও ভরিয়ে মন।
মাটির উঠোন, ধানের গোলা?
হ্যাঁ, এঁকেছি তাও
ছোট্ট একটা নদীর বাঁকে
ভাসিয়ে দিলাম নাও।
রং-তুলিতে গাছ এঁকেছি
গাছে সবুজ পাতা,
উথালপাতাল সাগর এঁকে
ফেলছি ভরে খাতা।
আলোর খোঁজে সূর্য এঁকে
গাছে দিলাম পাখি,
বন্ধু তোমার লাগবে ভালো
তাই তো এঁকে রাখি।
নীল আকাশে মেঘের পাশে
উড়ছে দেখো ঘুড়ি,
ঘুড়ির বুকে স্বপ্ন অনেক
মন গিয়েছে চুরি।
মেঘের পাশে চাঁদ এঁকেছি
চাঁদটা ভীষণ প্রিয়,
ইচ্ছে হলেই বন্ধু তুমি
এই ছবিটা নিও।
___
অঙ্কনশিল্পীঃ উপাসনা কর্মকার
No comments:
Post a Comment