পড়ায় আমার মন বসে না, শিখতে গেলে পদ্য
কী যে কী হয়, দু-চোখ জুড়ে ঘুম এসে যায় বড্ড।
ঘুমের ঘোরে যেই না আমার মাথাটা যায় ঢুলে,
দাদা অমনি এসে আমার দেয় যে দু-কান মুলে।
অভিমানে ঠোঁট ফুলিয়ে বসলে কিছুক্ষণ,
দু-হাত দিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে বোন।
পড়ার ঘরে দাদা তখন নজর রাখে ঠায়,
বোন ও আমি চেয়ার-টেবিল, দাদা বিছানায়।
এমনভাবেই তিনজনেতে করলে শুরু পড়া,
দাদা দেখি হাই তোলে খুব, ভাঙে যে আড়মোড়া।
তারপরেতে যখনই নাক ডাকায় বিকট সুরে,
বাবা এসে দাদার দু-কান খুব মলে দেন জোরে।
___
অঙ্কন শিল্পীঃ স্বর্ণদীপ চৌধুরী
No comments:
Post a Comment