শরৎ
প্রদীপ কুমার পাল
শরৎ এল নীল আকাশে,
মেঘের ভেলায় স্বপ্ন ভাসেー
শিউলি ফুল মিষ্টি হাসে,
কাশের বনের পাশে পাশে।
দুষ্টু রোদের মুচকি হাসি,
বাজল রে ঢাক বাজল কাঁসি।
মনে মেতেছে আনন্দেতে,
পূজার খুশি ধানের ক্ষেতে।
___
অঙ্কনশিল্পীঃ পল্লব বসু
No comments:
Post a Comment