আসছে শরৎ
সুব্রত দাস
আসছে শরৎ, ভাসছে চোখে
শুভ্র কাশের বন,
শিশির স্নাত শিউলি সুবাস
উতলা করেছে মন!
দুধ সাদা মেঘ পেঁজা তুলোর
ওড়ায় বুঝি ওড়না,
আকাশ বলে আমার নীলে
ঘুরবি কত, ঘোর না!
আসছে শরৎ, হাসছে ওরা
ফুটন্ত সব ফুল,
ফুল শুধু নয় খোকাখুকু
ছুটন্ত বুলবুল!
বাড়ি বাড়ি, খুশির গাড়ি
কেনাকাটার ধুম,
ইস্কুলেতেও ছুটির হাওয়া
টাকডুমাডুম ডুম।
আসছে শরৎ, বাসছে ভালো
রৌদ্রসোনা সুখে,
হাজার খুশির বাজার বুঝি
সবার চোখে মুখে।
___
অঙ্কনশিল্পীঃ শান্তনু ঘোষ
সুন্দর শরতের ছড়া।
ReplyDelete