স্বপ্নপুরী
মানসী পাণ্ডা
পুব-পাহাড়ের আকাশপারে ছোট্ট একটি দেশ,
রামধনু রঙ মিশিয়ে নিয়ে মিষ্টি রঙিন বেশ।
সবুজ ঘাস, ফুলের মেলায় সাজানো সব ঘর,
কাশের মাথা দোলে যেথায় মস্ত বালুর চর।
ফিঙে, ফড়িং, হরিণছানা, হাজার পশুপাখি
কান্না ভুলে তাদের চোখে শুধুই হাসিখুশি।
মাঠটি জুড়ে খেলনাবাটি, নতুন ছবির খাতা
যা খুশি তাই করতে পারো মর্জিমাফিক সেথা।
লেখাপড়া মজার এমন বোঝোনিকো কভু,
এক্কাদোক্কা খেলার ছলেই শিখবে অঙ্ক তবু।
রামধনুতে চুবিয়ে তুলি রাঙাবে সব খুশি,
মনের মতো রঙের দেশে থাকবে মিলি-মিশি।
রাগ, কান্না, জেদ সবারই পাতালপুরে ঠাঁই
ধমক, শাসন কোথায় কে-বা খুঁজে তো না পাই।
মণ্ডামিঠাই, কেক কিম্বা বিরিয়ানি-পোলাও
মনের সুখে খাবে দাবে যখন যেটা যে চাও।
আকাশ জুড়ে বেড়ায় উড়ে নকশাকাটা ফানুস,
তার ডালাতে ঘোরে ফেরে এক লিলিপুট মানুষ।
ধরতে যদি পারো তারে শুধুই একটিবার,
সত্যি হবে এক ছোঁয়াতেই তোমার স্বপ্ন হাজার।
দেশটি খুব মজার হলেও মনটি করে চুরি,
নতুন করে বাঁচতে শেখায় শিশুর স্বপ্নপুরী।
___
অঙ্কনশিল্পীঃ স্বর্ণদীপ চৌধুরী
No comments:
Post a Comment