আগমনী গান
গোবিন্দ মোদক
তুলি দিয়ে দিলাম এঁকে
সাদা মেঘের ভেলা,
সোনা ঝরা নীল আকাশে
করল তারা খেলা।
তাদের খুশির সুরে ফুটল
নদীর ধারে কাশ,
শিউলি ফুটে বলল হেঁকে
আয় আশ্বিন মাস।
আশ্বিন মাস এল বলে
পদ্ম উঠল ফুটে,
শাপলা শালুক তার সাথে
হঠাৎ গেল জুটে।
স্থলপদ্মও উঠল ফুটে
সোনারঙা রোদে,
প্রকৃতি রানিও জেগে উঠল
শারদীয়ার বোধে।
ঢাকে কাঠি বলল বেজে
ঢ্যাম-কুরা-কুর-কুর,
এসেই গেল মহালয়া
নেইকো পুজোর দূর।
আমিও তাই দুগ্গা এঁকে
দিলাম তুলির টান,
সবাই মিলে উঠল গেয়ে
আগমনীর গান।
___
অঙ্কনশিল্পীঃ সুমন দাস
No comments:
Post a Comment