কালো কুকুর বেজায় রাগী
ঘুরত শুধু পাড়ায়,
চোর-ডাকাত আর কোথায় পাবে
তাই তো বিড়াল তাড়ায়!
বিড়ালগুলোও বিচ্ছু মহা
এদিক সেদিক লুকোয়,
যেথায় বসে তারিণীখুড়ো
টানত ধোঁয়া হুঁকোয়।
এই ধরেছে, এই ধরেছে
কামড়ে লেজখানা,
সবাই অবাক লেজটা কোথায়
খুড়োর ধুতি টানা!
___
অঙ্কনশিল্পীঃ পল্লব বসু
No comments:
Post a Comment