অভিমানের চিঠি
শম্ভু সরকার
ঐ সুদূরে সূর্য ডোবে ফিরছে ঘরে পাখি,
বাবা তুমি ফিরবে কবে পথটি চেয়ে থাকি।
রাত পোহালেই মহালয়া, পুজোর ঢাকে কাঠি
মনে রেখো তুমি ছাড়া আমার পুজো মাটি।
চাই না আমার রঙিন জামা, চাই না পোশাক দামি
তোমার গায়ের গন্ধ পেলেই ভীষণ খুশি আমি।
তোমার কথা বললে মাকে চুপটি করে থাকে,
ছোট্ট মনের দুঃখ আমি বলব বলো কাকে।
মাকে তুমি বকে দিও আসবে ফিরে যেই,
আমায় কেন মিথ্যে বলে, কোথাও তুমি নেই?
তোমার ছবি বুকে নিয়ে রোজ ঘুমাতে যাই,
সব অজুহাত দূরে ঠেলে এবার আসা চাই।
কথা ছিল আসবে ফিরে যুদ্ধজয়ের শেষে,
সবাই বলে হারিয়ে গেছ দূরে তারার দেশে।
আকাশ থেকে তুমি কি আজ দেখছ চেয়ে চেয়ে,
চোখের জলে বুক ভাসিয়ে ডাকছে তোমার মেয়ে?
এত ডাকি তবু তোমার সাড়া কেন নাই?
কেমন হবে আমিও যদি তারা হয়ে যাই?
___
অঙ্কনশিল্পীঃ অনিন্দ্য দত্ত
No comments:
Post a Comment