ইচ্ছে-গাড়ি ওড়ে দারুণ মন যে গাড়ির পাখা,
চেপে তাতে উড়তে পারি সোজা এবং বাঁকা।
দেখতে যেতে ইচ্ছে করে চাঁদের চরকাখানা,
যেটা দিয়ে সুতলি কেটে বানায় পরির ডানা।
রূপকুমারী রাজার মেয়ের চুলের বাহারখানি,
যেটার টানে রাজার ছেলে উঠল ছাদে জানি।
কিম্বা উড়ে দেখতে গেলাম চেপে ইচ্ছে-গাড়ি,
মঙ্গলের সেই লালমাটিতে তৈরি হয় কি বাড়ি!
মেঘের সাথে উড়ে উড়ে যাই তো তাদের দেশে,
মেঘ-মেয়েদের কথা বলি মাকে ফিরে এসে।
অনেকখানে যাবার ইচ্ছে মনের মধ্যে হাঁকে,
তৎক্ষণাৎই ইচ্ছে-গাড়ি উড়তে তৈরি থাকে।
___
অঙ্কনশিল্পীঃ অনুপম চক্রবর্তী
No comments:
Post a Comment