জোনাক তুমি
বিদ্যুৎ মিশ্র
জোনাক তুমি উড়ে উড়ে
আলো দিলে ছড়িয়ে,
আঁধার রাতে হঠাৎ করে
মন দিলে ভরিয়ে।
স্নিগ্ধ শীতল মায়ার পরশ
কী ভারি শান্ত,
গল্পে শোনা স্বপ্নগুলো
আজকে ভীষণ ক্লান্ত।
মন হয়ে যায় আনমনা সে
দেখতে পেলে তাকে,
জোনাক তুমি আলো জ্বেলে
খুঁজছ এসে কাকে?
___
অঙ্কনশিল্পীঃ সম্বিতা দত্ত
No comments:
Post a Comment