ছোটো নদী ও বালক
শঙ্খশুভ্র পাত্র
বয়ে গেছে ছোটো নদী গ্রামটির পাশে
কদ্দুরে গেছে তার আঁকাবাঁকা পথ!
বালক জানে না কিছু, এই নীলাকাশে
মন দিয়ে খোঁজে শুধু নীল পর্বত৷
মেঘেরা করেছে ভিড় আকাশের কোণে
ছোট্টনদীর তাই ভরে ওঠে বুক,
বালক ভাবছে আর কান পেতে শোনে
জংলাঝোপের আড়ে ডাকছে ডাহুক৷
বৃষ্টি হবে তো হোক, সেই ছোটো নদী
ভালোবাসে বরষার ভরসার গান,
বালক আলোক-চোখে চায় নিরবধি
ছোট নদী হোক তার চিরবহমান৷
___
অঙ্কনশিল্পীঃ অনিন্দ্য দত্ত
No comments:
Post a Comment