নীল আকাশ জুড়ে ভাসে মিঠেকড়া গন্ধ,
আগমনী ডাক দেয় বইখাতা বন্ধ।
পুজোর খুশিতে মন যায় দূরে হারিয়ে,
কাশবন গাছপালা নদীনালা ছাড়িয়ে।
খুশির খবর আনে ইচ্ছে-জাহাজ,
সব ফেলে তাই মন হারিয়েছে আজ।
নীলচে সকাল জুড়ে আলোর সমুদ্দুর,
রামধনু উঁকি দেয় আকাশের রংপুর।
___
অঙ্কনশিল্পীঃ উপাসনা কর্মকার
No comments:
Post a Comment